ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আমি বীমা করেছি আপনারাও করতে পারেন জাতীয় বীমা দিবসে ইউএনও

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়  ৫ ম  জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার(১ মার্চ)  সকাল ১০.৩০ মিনিটে  দিকে করবো বীমা গরবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও আলফাডাঙ্গা উপজেলা কর্মরত বীমা কোম্পানীদের আয়োজনে  দিবসটি পালিত হয়।এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে জেনিথ ইসলামী, ন্যাশনাল, ডেলটা, বেঙ্গল ইসলামী,  ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের (আলফাডাঙ্গা শাখা) অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেইন গেট ঘুরে অফিসের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স  হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার  সাহা,সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,সভাপতি প্রেসক্লাব আলফাডাঙ্গা আরিফুজ্জামান চাকলাদার আপেল, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের এস এম মুজাহিদুল ইসলাম সেলিম, জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্সের জিএম মো. হারুনুর রশীদ, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এস.এম মো. ইমরান হোসেন, ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিঃ মো. কামাল হোসেন, বেঙ্গল লাইফ আর‌.এস‌.এম মো. মুজাহিদুল , সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইন, প্রমুখ । 


ইউএনও বলেন,আমি বীমা করেছি আপনারাও করতে পারেন। বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিটি বিষয়ের বীমা করা উচিৎ।


অনুষ্ঠান  শেষে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন  রচনা প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার তুলে দেন ।

ads

Our Facebook Page